আমরা কারা?

নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে আমরা সবাই শিশু। বয়স যার যাই হোক না কেন, মনে মনে আমরা সবাই একেকজন শিশু। এই পৃথিবীকে শিশুর জন্য বাসযোগ্য করার স্বপ্ন দেখি। আমাদের সাথে আছেন বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন শিশুসাহিত্যিক, যাদের আন্তরিক পরামর্শ এবং সহযোগিতা নিয়ে শিশুকাগজের পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্ভব হয়েছে। 

শিশুদের মনে কত কথা জমে প্রতিদিন। কাগজে লিখে লিখে সেই কথা কোথায় হারিয়ে যায় কেউ জানে না। আমরা সেই কথাগুলো বেছে বেছে আমাদের কাগজে ছাপানোর চেষ্টা করছি।

অক্ষরে, শব্দে, রঙ তুলির আঁচড়ে, ক্যামেরার ক্লিকে, যেখানে শিশু যত আনন্দ খোরাক পায় আমরা সেই আনন্দকে সংকলিত করার চেষ্টা করি। বড় শিশু, ছোট শিশু, মাঝারি শিশু, সব রকমের শিশুর সৃষ্টিকর্মের সমাহার এই শিশু কাগজ।

আমরা বলি শিশুদের আনন্দ বাগান। কবির ভাষায়-

যে আনন্দ ফুলের বাসে,
যে আনন্দ পাখির গানে,
যে আনন্দ অরুণ আলোয়,
যে আনন্দ শিশুর প্রাণে,
যে আনন্দ বাতাস বহে,
যে আনন্দ সাগরজলে,
যে আনন্দ ধুলির কণায়,
যে আনন্দ তৃণের দলে,
যে আনন্দ আকাশ ভরা ,
যে আনন্দ তারায় তারায়,
যে আনন্দ সকল সুখে,
যে আনন্দ রক্তধারায়
সে আনন্দ মধুর হয়ে
তোমার প্রাণে পড়ুক ঝরি,
সে আনন্দ আলোর মত
থাকুক তব জীবন ভরি।


No comments:

Post a Comment