এখানে লিখতে

একদম সহজ কাজ। 

আপনার মেইলটা খুলে লেখার বিষয়টা নিচের উদাহরণের মতো লিখে পাঠিয়ে দিন। 

উদাহরণ: 

Subject: গল্প-(গল্পের নাম)-(লেখকের নাম)


লিখুন যে কোন বিষয়ে। গল্প, কবিতা, ছড়া, কৌতুক, ধাঁধা, নিজের জীবনের কোন মজার ঘটনা, অভিজ্ঞতা ইত্যাদি ছোটদের উপযোগী যে কোন বিষয়ে লিখে পাঠান এই ঠিকানায়।

shishukagoz@gmail.com

শিশুদের পাশাপাশি বড়দেরও লেখার আহবান থাকছে। ওয়ার্ডে লেখা পাঠালে অভ্র বা ইউনিকোডে টাইপ করে পাঠাতে হবে।

হাতে আঁকা ছবি এবং শিশুর নিজের হাতে তোলা ছবিও পাঠানো যাবে। ছবির সাইজ ১ মেগাবাইটের মধ্যে থাকতে হবে। 


2 comments:

  1. Sudhu avro te lekha jabe? Unicode e compose na kore?

    ReplyDelete
  2. ইউনিকোডে বা সরাসরি অভ্রতে লিখতে পারবেন, কোন সমস্যা নেই। সমস্যা হলে আমাদেরকে মেইলে জানাবেন
    shishukagoz@gmail.com

    ReplyDelete